বিশ্বনাথে পুকুর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণবিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের একটি পুকুর থেকে শাওন আহমদ (২০) নামের এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাওন এলাকার চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে এবং উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর কেয়ারটেকার ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৮ ঘটিকায় শাওন আহমদের মৃতদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তার ভাই সাজন আহমদ। এরপর তাকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মেডিকেল মর্গে তার লাশ রাখা হয়েছে বলে বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
সিলেটসংবাদ/হা