গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
গোলাপগঞ্জের অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এসময় তাদের আত্মীয় স্বজন অচেতন অবস্থায় পেয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ আহমদ উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ও রুবেল আহমদ কানাইঘাট উপজেলার সড়কের বাজার গ্রামের সৈয়দুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামু ভাগ্নে বলে জানা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জনান তিনি।