নিউইয়র্কে মার্কিন যুবক ঘর বাধলেন বাঙ্গালী কনের সাথে

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক থেকে
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৮:০২ অপরাহ্ণনিউইয়র্কে এক মার্কিন যুবক ভালবেসে ঘর বাধলেন বাঙ্গালী কনের সাথে।
ঘটনার বিবরনে জানাযায় নিউইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা পিতা ডাঃ ওয়াল্টার ওয়ার্থ ও মাতা ডাঃ ক্যাথলিন ফলকের ছেলে ড্যানিয়েল জন ওয়ার্থ পেশায় একজন আইনজীবী।তিনি নিউইয়র্কের বিখ্যাত আইনী প্রতিষ্ঠান মর্গান এন্ড মর্গান কোম্পানীর পার্টনার ও ট্রায়াল এর্টনী।অপর দিকে বাংলাদেশী বংশভুত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দরবেশ পুর গ্রাম নিবাসী ম্যানহাটনের বাসিন্দা পিতা মোঃ আবুল কালাম ও মাতা ফেরদৌস আক্তারের মেয়ে শাহানারা আখতার পলিট্রিকেল সাইন্সে মাষ্টার করা একি ল ফার্মের কেইস ম্যানেজার হিসেবে কর্মরত।একি প্রতিষ্ঠানে কাজের সুবাধে দুজনের মধ্যে জানা শুনা থেকে তাদের সম্পর্ক চুরান্ত পর্যায়ে রুপ নেয়।অবশেষে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গত ১২ই এপ্রিল রবিবার এস্টোরিয়ার ওয়াল্ড ম্যানরে নিকট আত্মীয় স্বজন বিশিষ্ট জনের উপস্থিতে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।তার আগে সম্পতি ম্যানহাটন ডাউনটাউনে অবস্থিত আল সাফা ইসলামিক সেন্টারের খতিব মুফতি লুৎফুর রহমান কাসেমীর নিকট কালেমা পড়ে মার্কিন যুবক ড্যানিয়াল জন ওয়ার্থ ইসলাম ধর্ম গ্রহন করেন।এবং ইসলামিক শরিয়ামতে কাবিন তিন শত হাজার ডলার দেনমহরের ভিত্তিতে তাদের বিবাহ কার্য সম্পুর্ন হয়।
সিকডে/হা