সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতা সকালে গ্রেফতার, বিকালে জামিন

অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৮:২৬ অপরাহ্ণবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা শাখার আহবায়ক আকতার হোসেনের (২০) জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৩মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারচক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
এর আগে দুপুরে আকতার হোসেনকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়।
জানা যায়, রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা শাখার আহবায়ক আকতার হোসেনকে গ্রেফতার করে শাহপরান (রহ.) থানা পুলিশ।
আকতার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।
প্রসঙ্গত ; শনিবার জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সিলেট জেলা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এতে আহত হন মাহবুবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব বলে জানা যায়।
ওইদিন রাতেই শান্ত হত্যাচেষ্টার অভিযোগ এনে শাহপরান (রহ) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আহবায়ক আকতার হোসেনকে ভোরে গ্রেফতার করা হয় বলে জানান শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন।
তিনি জানান, আকতার হোসেন ওই মামলার তিন নাম্বার আসামী। তিনি ছাড়াও মামলায় আরও একাধিক এজাহার নামীয় আসামী রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট/আবির