গোলাপগঞ্জে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ণগোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২২) মার্চ বাঘা ক্লাসিকাল কমিউনিটি সেন্টারে বাঘা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে বাঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমদের সভাপতিত্বে বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুমেল আহমদ চৌধুরী। সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত। সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মোর্শেদ। সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ,গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুহেদ আহমদ,সিলেট মহানগর ছাত্রদলের সহবৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক শাহরিয়ার মতিন অভি।
ইফতার মাহফিলে বাঘা ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্রদলের কর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক, ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটসহ প্রায় সাড়ে ৩০০ মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া পরিবেশন করেন সাবেক উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ।