ইবনেসিনা হাসপাতালের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’

সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৪:০৮ অপরাহ্ণসিলেট নগরের সুবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ লেখা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (১৯ মার্চ) মধ্য রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় ভবনের রাস্তার উপর ঝুলন্ত পথের এলইডি সাইন বোর্ডে এই লেখা ভেসে ওঠে। হাসপাতালটির চেয়ারম্যান সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
ইংরেজিতে লেখা ইবনেসিনা হসপিটাল লিমিডেটের ইলেক্ট্রিক সাইন বোর্ডের সঙ্গে বাংলায় ”জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা ওঠে। লেখাটি দেখে তাৎক্ষনিক কৌতুহলী জনতা ভিড় করেন।
তবে এ বিষয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেটসংবাদ/হা