যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণনিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ই মার্চ, রবিবার। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন উপদেষ্টা মোঃ জকি উদ্দিন চৌধুরী, সাবেক কমিশনার কাজী দরবেশ মিয়া, শেখ আব্দুল আউয়াল, উপদেষ্টা কাজী সাব্বির আহমদ।
পবিত্র কোরআন তেলওয়াত করার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসকারী প্রবীন সামাজিক ব্যক্তিত্ব কাজী দরবেশ মিয়াকে হবিগঞ্জে সামাজিক কাজে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শফিকুর রহমান, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের কোষাধ্যক্ষ মোঃ বসির মিয়া, মিনহাজ শরিফ রাসেল, মুকিদুল ইসলাম প্রমূখ। উক্ত ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি মোঃ নাসির মিয়া, সৈয়দ মোস্তাফা নোমান, শামছুল ইসলাম। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাত পরিচালনা করেন। সভাপতি আমির তালুকদার ইফতার মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেট/আবির