সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে মামলা-জরিমানার আদেশ বাতিল

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণসিএনজিতে সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে মামলা ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস/পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনায় জারিকৃত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ’র ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এর আগে সকাল থেকে মিটারে না চললে জেল-জরিমানার বিধান বাতিলের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে সিএনজিচালিত অটোরিকশার চালকরা। সকাল ৮ থেকে ২ ঘণ্টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি।
পরে বিআরটিএর পক্ষ থেকে মামলা দেয়ার আদেশ তুলে নেয়ার বিজ্ঞপ্তি দিলে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকরা। চালকদের দাবি, মিটারে গাড়ি চালাতে হলে আবার নতুন করে ভাড়া নির্ধারণ করতে হবে। আগের ভাড়ায় তারা মিটারে গাড়ি চালাবেন না।
যদি মিটার ইস্যুতে মামলা দেয়া হয়, তাহলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
এদিকে রাস্তা অবরোধ করায় তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীতে। এতে বিপাকে পড়েন অফিসগামীরা। যানজটের কারণে হেঁটেই অফিসে যেতে হয় অনেককে।
গত ১০ ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বিআরটিএ।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী, রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী, সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেয়ার বিধান রয়েছে।
জাতীয়/আবির