এসআইইউ ইংরেজি বিভাগের ‘আমার ভাষা,আমার গল্প’ অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৩ অপরাহ্ণসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে অমর একুশে উপলক্ষ্যে ‘আমার ভাষা, আমার গল্প’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ গ্রহণের জন্য বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। এ আয়োজনে প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ছোট গল্প,কবিতা ও রচনা। কলেজ, বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত -মোট তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা বাংলা,ইংরেজি যেকোনো মাধ্যমে অংশ নিতে পারবে। এতে আগ্রহীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে লেখা ইংরেজি বিভাগ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শামীমাবাদ,বাগবাড়ী, সিলেট-এই ঠিকানায় অথবা info.eng@siu.edu.bd এই ইমেইলে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।