মৌসুমের সবচেয়ে বড় অঘটন: লিভারপুলের বিদায়

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩১ অপরাহ্ণলিভারপুল দিন দুয়েক আগে কারাবাও কাপের সেমিফাইনালে টটেনহ্যামের মতো দলকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। প্রিমিয়ার লিগে তারা পয়েন্ট তালিকার শীর্ষে, এমনকি নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগেও টেবিলের চূড়ায় থেকে শেষ ষোলোতে পদার্পণ করেছে অলরেডরা। আর্নে স্লটের দল তৈরি করেছিল এই মৌসুমে ৪ শিরোপা জয়ের সম্ভাবনা। সেই লক্ষ্যে রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে নেমেছিল তারা। তবে অখ্যাত প্লাইমাউথের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে মৌসুমের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল লিভারপুল।
প্লাইমাউথের হোম পার্কে বল দখলে এগিয়ে ছিল অতিথি লিভারপুল, তবে ‘সোনার হরিণ’ গোল আসছিল না। স্লট এই ম্যাচে তার অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন। মোহামেদ সালাহ, দমিনিক সোবসলাই এবং কোডি গাকপো স্কোয়াডেই ছিলেন না। যার খেসারত দিতে হয়েছে অলরেড বসকে।
ক্রীড়াঙ্গন/আবির