আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্রস্তুতি নিতে পারিনি: প্রধান কোচ

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৭ অপরাহ্ণভারত থেকে শুরু করে পাকিস্তান; চ্যাম্পিয়নস ট্রফির দলগুলো ব্যস্ত ওয়ানডে সংস্করণে খেলায়। এই দুই দলই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে। কিন্তু বাংলাদেশ দল সদ্য সমাপ্ত হওয়া বিপিএল শেষে অনুশীলন শুরু করেছে। একদিনের ক্রিকেটের পূর্ণ প্রস্তুতির কিছুটা ঘাটতি নিয়েই দুবাইয়ের বিমান ধরতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
অনুশীলনের এই ঘাটতি আছে বলে মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) দলীয় অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কোচ। প্রস্তুতিতে পিছিয়ে আছে কী না বাংলাদেশ, এই প্রশ্নে একমত প্রকাশ করেন তিনি, “হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে দাঁড়াচ্ছে, স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে সংস্করণের মানসিকতায় প্রবেশ করলেই হবে।”
দুই ধাপে ফিটনেস টেস্ট দেয়ার পর ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় দলীয় অনুশীলন। আজ মিরপুর শের-ই-বাংলার সেন্টার উইকেটে নিজেদের প্রস্তুত করতে থাকেন সৌম্য সরকাররা। ম্যাচ সিনারিও অনুশীলনও চলেছে কিছুক্ষণ। এক পাশে যখন ব্যাটিং-বোলিং চলছিল আরেক পাশে পেসারদের নিয়ে চলছিল ক্যাচ অনুশীলন।
খেলা/আবির