বিশ্বনাথে জামায়াতের যুব সম্মেলন

আব্দুল্লাহ,বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ অপরাহ্ণবাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর যুব বিভাগের আয়োজনে ‘যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর যুব বিভাগের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আহমদ জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচএম আখতার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, প্রবাসী মুজিবুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মালিক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ রবিন, পৌর যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী প্রমুখ।
সম্মেলনের শুরুতে কুরআন তেলাওয়াত করেন নূর আলী ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তারেক আহমদ।
রাজনীতি/হা