বিশ্বনাথে সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার দুই যুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ২:৫৫ অপরাহ্ণবিশ্বনাথের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থা রামাধানার দুই যুগ পূর্তিতে মঙ্গলবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। এরমধ্যে সংগঠনের পক্ষ থেকে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০জন শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস ও এইচএসসি উত্তির্ণ কৃতি ২০ শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে রামধানা সেন্টারে একটি ভোটও পড়ে নাই। এটা এম. ইলিয়াস আলীর প্রতি আপনাদের সম্মান ও ভালবাসার বহি:প্রকাশ। আর এই রামধানা গ্রামই এম. ইলিয়াস আলীর গ্রাম। সে সময় ফ্যাসিবাদ হাসিনা সরকারের পাতানো ভোটে একটি সেন্টারে একটি ভোট কাস্ট না হওয়ায় পুরো দেশে আলোচনায় ছিল রামধানা গ্রাম।
লুনা আরও বলেন, আমরা ৫ আগস্টে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এসময় শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, সব জায়গা থেকেই সমাজের উপকার করা যায়। এজন্য প্রয়োজন সঠিক শিক্ষা। একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিনের সমন্বয় থাকতে হবে। আর শিক্ষার শুরু হয় প্রাথমিক থেকেই। তাই প্রাথমিক শিক্ষাকেই প্রথমে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন এম ইলিয়াস আলীর ছোটভাই এম. আসকির আলী। বক্তব্যে তিনি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে ইলিয়াস আলী সুস্থ্য অবস্থায় ফেরত আসতে দোয়া কামনা করেন।
সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা।
এসময় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ওয়ান পাউন্ড হাসপাতালের সিইও ডা. শানুর আলী মামুন, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম বাবুল, আব্দুল কুদ্দুছ, জামাল মিয়া, বুরহান উদ্দিন, ইয়াকুব আলী, বকুল মিয়া, নাজমুল ইসলাম, শেখ হারুনুর রশিদ,যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাকসহ, প্রবাসী, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।
সিলেটসংবাদ/হা