বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টোয়েন্টি লীগের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণসিলেট জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহোদর এম. আছকির আলী বলেছেন, ‘দেশ ও জাতির কল্যাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে সহজেই ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। তবে, খেলাধুলার পাশাপাশি সবাইকে সুশিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার আলো ছাড়া কখনই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে রাজনীতি করতে হবে, নিজের উন্নয়নের জন্য নয়। অবহেলিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রামে সোচ্চার থাকার কারণেই গণমানুষের নেতা এম. ইলিয়াস আলী গুম হয়েছেন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর এই অঞ্চলের শিক্ষা-ক্রিড়াঙ্গনসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছিলেন। আগামী দিনেও সুযোগ আসলে এম. ইলিয়াস আলীর গ্রহণ করা অবশিষ্ট প্রকল্পগুলোও বাস্তবায়ন করা হবে। শুধু, সবাই দোয়া করবেন দ্রুত যাতে এম. ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন।’
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌরসভার জানাইয়া (মশুলা) গ্রামের শাহী ঈদগাহ সংলগ্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ‘বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টোয়েন্টি লীগ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অর্থায়নে এই লীগ অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি মিছবাহ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ টিপু ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি জামাল উদ্দিন, মুমিন খান মুন্না, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ফুটবলার শাহ সমুজ আলী, রফিকুল ইসলাম বাবুল, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহসভাপতি রাজু মিয়া, বিশ্বনাথ ইউনাইটেড ইউকের সহসভাপতি সুহেল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ।
উদ্বোধনী খেলায় দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন ক্লাব ১৫৩ রানের ব্যবধানে হিরামন সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লীগের শুভ সূচনা করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন ক্লাবের আব্দুল কাদির জিম্মাদার।
খেলা/হা