এডভোকেট জাফর ইকবালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণউপশহরের বিশিষ্ট সমাজসেবক এডভোকেট জাফর ইকবাল তারেকের পিতার মৃত্যুতে সিলেট সদরের লামাকাজীস্থ আহছান মিয়া ফাউন্ডশনের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।
শনিবার ফাউন্ডশনের পক্ষে ভাইস-চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান রোমান এক বিবৃতিতে, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক
মো: আব্দুল মুনিমের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, এডভোকেট জাফর ইকবাল তারেকের পিতা মো আব্দুল মুনিম শুক্রবার নগরীর একটি প্রাইভেট হসপিটালে ইন্তেকাল করেন । শুক্রবার
বাদ এশা উপশহরের ডি-ব্লক জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন স্তরের বিশিস্ট ব্যক্তিবর্গ অংশ নেন ।