বিশ্বনাথে আসছেন মসজিদে নববীর শায়খ ইয়াকুব মাদানী
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ৬৬তম বার্ষিক ইসলামী সম্মেলনে আসছেন মসজিদে নববী (সা.) মদীনা মুনাওয়ারাহ’র সিনিয়র উস্তাযুল হাদীস শায়খ ডক্টর মুহাম্মাদ ইয়াকুব আদ দেহলভী আল মাদানী।
শায়খ ইয়াকু্ব সৌদী আরবের বরেণ্য আলেমদের একজন। যিনি ইতোপূর্বে ইসলামের প্রথম মসজিদ মসজিদে ক্বুবা ও মসজিদে যুল ক্বিবলাতাইনের ইমাম ছিলেন। বর্তমানে পদোন্নতি পেয়ে মসজিদে নববীতে সিনিয়র উস্তাযুল হাদীসের দায়িত্ব পালন করছেন।আগামীকাল ২৮ ডিসেম্বর শনিবার জামিয়া মাদানিয়া বিশ্বনাথের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন ক্বওমী মাদরাসা শিক্ষাবোর্ড (এদারা)’র সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, জামিয়ার শায়খুল হাদীস মাওলানা ফযলুর রহমান খান বানিয়াচঙ্গী।
বয়ান পেশ করবেন মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, মুফাসসিরে কোরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা হাফিজ তাফহিমুল হক হবিগঞ্জী, মাওলানা মুফতি আলী হাসান উসামা ঢাকা, মাওলানা মুফতি উবায়দুর রহমান হুযায়ফীসহ উলামায়ে কেরাম।
মহাসম্মেলনের ইন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী জানিয়েছেন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের বার্ষিক সম্মেলনে মসজিদে নববীর উস্তাযুল হাদীসের আগমন বিশ্বনাথ তথা দেশবাসির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। বরেণ্য বুযুর্গ ও উলামাদের পদধূলি যে কোন জনপদের জন্যই বরকতের ওসিলা হয়। জামিয়া মাদানিয়া প্রতিষ্ঠার পর থেকে বিশ্বনাথের মাঠি ভারত,পাকিস্থান,মিশর,সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ আলেমদের পদধূলিতে ধন্য হয়েছে। এই প্রথমবার মসজিদে নববীর কোন মেহমান বিশ্বনাথে আগমন করছেন। বিশ্বনাথবাসি এই নেয়ামতের কদর করবেন এবং মাহফিলে উপস্থিতিসহ সার্বিকভাবে সহযোগীতা করবেন।
সিলেটসংবাদ/হা