বিজয় মানে : এ কে আজাদ

এ কে আজাদ
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৬:২০ অপরাহ্ণবিজয় মানে বলতে গিয়ে মায়ের মুখের স্বাধীণ ভাষা
বিজয় মানে কৃষক ভাইয়ের মাঠের বুকে স্বাধীণ চাষা,
বিজয় মানে মুক্ত হ’য়ে স্বাধীণ দেশে চলার আশা
বিজয় মানে রক্ত ক্ষয়ে সব শহীদের ভালোবাসা।
বিজয় মানে সাজ সকালে পাখির সুরে মিষ্টি ভাষা
মিষ্টি ভো্রের আলোর প্রদীপ চুপটি করে দূষ্ট হাসা,
বিজয় মানে দগ্ধ দুপুর মুগ্ধ হাওয়ায় হারিয়ে গিয়ে
মায়ের বুকে ফিরতে চাওয়া দারুণ আশা।
বিজয় মানে শিকল বন্ধি সকল প্রাণী মুক্ত হাসা
যুক্ত হয়ে ফিরে পাওয়া মায়ের আশা,
বিজয় মানে মনের হর্ষ দূর করিতে স্বাধীণ দেশের
স্বাধীণ ভাষা গান করিতে চরম নেশা।
বিজয় মানে মা’য়ের মুখে স্বাধীণ মনের স্বাধীণ আশা
মিষ্টি সুরে মন ভুলানো মায়ের ভাষা,
বিজয় মানে আগলে রাখা স্বাধীণ দেশের স্বাধীণ বাসা
বিজয় মানে রক্ত ক্ষয়ে সব শহীদের ভালোবাসা।।