সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্মার্ট অফিস ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৬:০০ অপরাহ্ণসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি.এস.ই. বিভাগ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সি.এস.ই বিভাগের যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে EDGE প্রকল্পের সহায়তায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ” স্মার্ট অফিস ম্যানেজমেন্ট ” কোর্সটির ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. আশরাফুল আলম।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের প্রফেসর ডঃ মোঃ ফরহাদ রাব্বি, সহকারী অধ্যাপক মাহরুবা শারমিন চৌধুরী এবং এসআইইউ এর বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন খালেদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি.এস.ই বিভাগের প্রধান মোঃ উমর ফারুক জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের প্রভাষক ফারজানা আক্তার। এ কোর্সে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে।