ব্রঙ্কসের বাংলাদেশীদের জমজমাট চায়ের আড্ডা
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণনিউইয়র্ক সিটির পাচটি ব্যুরোর অন্যতম ব্রঙ্কস।পার্কচেস্টার ও ক্যাসলহিল সাবওয়ের মধ্যখানে স্ট্রালিন এভিনিউর দুইপাশে গড়ে উঠেছে বহুসংখ্যক বাংলাদেশীদের মালিকানায় বাংলা সাইনবোর্ডে লেখা সুপার মার্কেট,গ্রোসারী সপ,সেলুন,রেস্টুরেন্ট,ড্রাবল সিসকাউন্ট সপ,ড্রাইভিং স্কুল,হোমকেয়ার,ট্রাভেলএজেন্সী,পান দোকানসহ ভ্রাম্যমান সবজির দোকান।যার ফলে স্ট্রালিং এভিনিউ নামের পাশাপাশি বাংলাবাজার হিসেবে সুপরিচিত হয়ে পার্কচেস্টার বাংলাদেশী অর্ধ্যুশিষ এলাকাটি।এখানকার বহুতলা এপ্যার্টমেন্ট বিল্ডিং ও প্রাইভেট হাউসে বাস করেন বেশ কয়েক হাজার বাংলাদেশী প্রবাসী।যার ফলে সকাল বেলা ও বিকেল বেলা স্ট্রালিং বাংলাবাজারে আসলে এখানকার সুপরিচিত রেস্টুরেন্ট খলিল বিরিয়ানী, আলআকসা,নীরব,প্রিমিয়াম,তান্দুরী প্যালেস,পাইসআপের ভিতরে প্রবেশ করলে দীর্ঘসময় ধরে বসে জমজমাট চায়ের আড্ডায় মেতে থাকায় সারাক্ষন ভীড় লেগে থাকে।যদিও কেউকেউ বিরক্ত হলেও অধিকাংমানুষ তা মেনে নিয়েছেন।যেহুতু বাঙ্গালী আড্ডাবাজ তাই রেস্টুরেন্ট কতৃপক্ষ বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বসার আসন ছাড়তে সাধারনত বলেননা।দিনদিন নতুন ইমিগ্রেন্ট বাংলাদেশীদের আগমনে পার্কচেস্টার এলাকায় বাংলাদেশীদের প্রাধান্য বেড়েই চলেছে।আর এসব চায়ের আড্ডার বিষয় থাকে বাংলাদেশের রাজনীতি আর আমেরিকার রাজনীতি।এখানে বিভিন্ন জেলা আর উপজেলার মানুষের দ্বারা গড়ে উঠেছে বিভিন্ন জেলা সমিতি ও উপজেলা সমিতি।সম্প্রত্তি শেষ হলো বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন।নির্বাচনকে ঘিরে পুরো মাস জুড়ে ছিল বাংলাদেশী ট্রাইলে নির্বাচনী প্রচারনা।এসব রেস্টুরেন্টে গভীর রাত পর্যন্ত চা,সিঙ্গারা খেয়ে তিনজন চারজন গ্রুফ করে জমজমাট চায়ের আড্ডার প্রতিদিনের চিত্র বাংলাদেশের ঐতিহ্যের প্রতিক।