জৈন্তাপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৩:১৩ অপরাহ্ণজৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর ২০২৪ খ্রি: শনিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার উম্মে সালিক রুমাইয়া ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর ছিন্নমুল মিনি ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল।
সভায় বক্তারা, সমবায় প্রশিক্ষনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহবান জানান।
কবি মামুন সুলতানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম, গীতা পাঠ করেন শিল্পী আচার্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা হেমার সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন, মোহাজীর কলনী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর, নিজপাট রিক্সা শ্রমিক সমিতির সভাপতি নূরুল ইসলাম, গুয়াবাড়ি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মনি দত্ত ও ছাগল পালন সমবায় সমিতির সভানেত্রী পরিতা রাণী পাল।
এছাড়া অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু,জৈন্তাপুর পূর্ব বাজারের ব্যবসায়ী আবুল হাশেম, আব্দুল মালেক সহ সমবায় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার উম্মে সালিক রুমাইয়া-কে কবি মামুন সুলতান রচিত দু’টি গ্রন্থ উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবসের শুভ সুচনা করা হয়।
সিলেটসংবাদ/হা