সিলেটে আ.লীগ ও যুবলীগের ২ নেতা কারাগারে
অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ৫:১৬ অপরাহ্ণবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৃথক দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এই ২ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল (৫০) ও ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান মুন্না।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, বুধবার রাত ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্ট থেকে আওয়ামী লীগ নেতা আলী হোসেন কাজলকে গ্রেফতার করা হয়। তিনি কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।
র্যাবের মিডিয়া অফিসার জানান, কাজল সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার এজহারভুক্ত আসামী। গ্রেফতারের পর তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একইদিন রাতে নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। মুন্না কুলাউড়ার হিরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. জিয়াউল হক।
সিলেট/আবির