নিউ ইয়র্কে বিশিষ্ট আইনজীবী এম এ রকিবকে সংবর্ধনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ১১:০৫ অপরাহ্ণবরেণ্য আইনজীবী, শিক্ষানুরাগী এম এ রকিবের আইন পেশায় পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ( বাকা ) এর উদ্যোগে গত ২২শে অক্টোবর ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মত বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। প্রবীণ আইনজীবী এম এ রকিবের বর্ণাঢ্য কর্মময় জীবন উপস্থিত সুধী মহলের সামনে তুলে ধরেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠনের প্রাক্তন সভাপতি আহবাব চৌধুরী খোকন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,জুনেদ আহমেদ চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ ইলিয়াস খসরু, সেবুল খান মাহবুব, মাহবুবুল আলম, মখন মিয়া, প্রফেসর আব্দুল করীম, ফারমিস আক্তার, রেজা আব্দুল্লাহ প্রমুখ।
বরেণ্য অথিতিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান, সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি কবি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংস্কৃতিক সম্পাদক রানা জামান, কার্যকরী সদস্য চৌধুরী মোমিত তানিম।
প্রধান অতিথি এডভোকেট এম এ রকিব বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আগত সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনি উনার কর্মময় জীবন সহ আইন পেশার বিভিন্ন বিষয়ে সারগর্ব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং বাকা’র পক্ষ থেকে ৫০ বছরের দীর্ঘ আইন সেবা প্রদানের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।