দোয়ারাবাজারে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্মরণে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালণ করেছে সাধারণ শিক্ষার্থীরা ।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে প্রথম ধাপে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে গাছের চারা রোপণ করা হয়। ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীরা।
স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের স্বেচ্ছায় এমন উদ্যোগ দেখে ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল উৎসাহিত হয়ে এগিয়ে আসেন এবং কাজে অংশ নেন।
স্বেচ্ছায় বৃক্ষরোপণ করা শিক্ষার্থীদের টিম জানান,শিক্ষাপ্রতিষ্ঠান ও উল্লেখযোগ্য রাস্তা ঘাটে বৃক্ষরোপণের পাশাপাশি, স্থানীয় বাজার পরিচ্ছন্নতা অভিযান, ইউনিয়ন পরিষদে এলাকার নাগরিকদের সেবা নিশ্চিত করণ। চলার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণ,এলাকার সকল ধরনের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ এলাকার উন্নয়নে করণীয় সকল ধরনের কাজ সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা/হা