দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৪, ১০:২৮ অপরাহ্ণদক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত বিভিন্ন গ্রামে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার করতে এক সাঁড়াশী পুলিশি অভিযান পরিচালিত হয়। গতকাল ১৫ জুলাই ২০২৪ ইং রোজ সোমবার দুপুর ২ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ৫নং সিলাম ইউনিয়নের অন্তর্গত সিলাম গ্রামের মৃত জহিরুল ইসলামের পুত্র তাজরুল ইসলাম তাজুলের বাড়িতে,
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা বরইকান্দি গ্রামের মৃত কাজী তবই মিয়ার ছেলে কাজী আফছর আহমদের বাড়িতে,
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ৭নং জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের শামসুর রহমানের পুত্র আতাউর রহমানের বাড়িতে,
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, হিলু রাজবাড়ি গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে সুহেল মিয়ার বাড়িতে,
৭নং জালালপুর ইউনিয়ন শাখা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী, শেখপাড়া, জালালপুর গ্রামের লিলু মিয়ার ছেলে শাহাজান মিয়ার বাড়ি সহ আরো কয়েকজন বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ এ তল্লাশি অভিযান চালায়।
তবে উক্ত অভিযানে আসামীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়ারদৌস হাসান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাহাদের গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি জনাব হাজী শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ এক যৌথ বিবৃতিতে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।