ফাগুনের হাওয়া লাগলো গায়

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ণবিনোদন:শীত শেষ না হলেও বসন্তের হাওয়া বইতে শুরু করেছে প্রকৃতিতে। আগামী ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে বসন্তকে। বছর ঘুরে আবার সবাই সাজবে ফাগুনের সাজে। ফাগুনের হাওয়ার তালে প্রকৃতির স্নিগ্ধ রঙে সেজে উঠবে চারপাশ। বসন্তের মিষ্টি বাতাসে মানুষের সঙ্গে প্রকৃতিও সেজে উঠতে শুরু করেছে, তাহলে আপনি কেন নিজেকে রাখবেন এমন আনমনা করে?
পহেলা বৈশাখের মতো করে বসন্তটাও খুব জমজমাট করে পালন করা হয় এদেশে। ফ্যাশন হাউজগুলো তৈরি করে নতুন ধাঁচের পোশাক-আশাক। প্রতি বছরই উৎসবকে ঘিরে পোশাকে আসে হরেক রকম নতুন ট্রেন্ডি ফ্যাশন । সেই নতুনে ভেসে যেতে ভালোবাসেন অনেকেই। উৎসব মানেই যে পুরো একঘেয়ে রীতিতে সেজে থাকতে হবে, ব্যাপারটা তা নয়।
এজেন্সি: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি।
আয়োজক ও ষ্টাইলিং, ডিরেকশন: হিতাংশু দাস ইমন।
তাহলে আর দেরি কেন! উৎসব মানেই তো একটুখানি ফ্যাশন করার সুযোগ। গতানুগতিক ধারার একঘেয়ে সব পোশাককে ঘরের কোনে রেখে, এই বসন্তে নিজেকে সাজিয়ে নিন ইচ্ছেমতো। সাজ কিংবা পোশাকে রাখতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তের অসাধারণ সব ফিউশনের ছোঁয়া। ঐতিহ্যবাহী সাজে নিজেকে পুতুলের মতো সাজে আটকে না রেখে এবার না হয় বসন্তের মাতাল হাওয়া নিজের গায়ে লাগিয়ে নিন। আর ফ্যাশনেবল সব ফিউশনের ছোঁয়ায় নিজেকে করে তুলুন প্রাণবন্ত। বসন্তের সেই অগ্রিম বার্তা নিয়ে প্রিয়.কম আপনাদের জন্য আয়োজন করেছে ‘রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি,এই ছোট্ট ফটোশুটের। সেই ফটোশুটে ক্যামেরাবন্দি হয়েছেন মডেল জিয়াউর ও সুমাইয়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফ্রেমে আটকে থাকা বসন্ত ভালোবাসা।
ছবি: জুবেল ফটোগ্রাফী।
মেকআপ আর্টিষ্ট: নয়ন আহমেদ ও আবির আহমেদ।
ড্রেস: লেডিস এন্ড জেন্টর্স সপ।