সিলেট সমাজ কল্যাণ সমিতি লিয়াজ-বেলজিয়াম’র বর্ষপূর্তি উদযাপন
প্রবাস
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণবেলজিয়ামের লিয়াজ শহরের এক অভিজাত রেস্টুরেন্টের হল রুমে,’ সিলেট সমাজ কল্যাণ সমিতি লিয়াজ-বেলজিয়াম’র জাকঝমক আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এ সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের পুরো সময় আগত অতিথি এবং সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি পুরো আয়োজন ইউরোপের রাজধানীতে সিলেটিদের মিলন মেলায় পরিণত হয়। বেলজিয়ামের বিভিন্ন শহরে থেকে বাঙালিরা এসে জড়ো হন এবং সংগঠনের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শান্তিপূর্ণ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে বেলজিয়াম আগমন উপলক্ষ্যে উষ্ম সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে,’ সিলেট সমাজ কল্যাণ সমিতি লিয়াজ-বেলজিয়াম’ একটি সামাজিক সংগঠন।প্রবাস থেকে এই সংগঠন সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দারিদ্র মানুষকে সহযোগিতা করার লক্ষেই এটির যাত্রা শুরু হয়।






