সিলেটে বিএনপি নেতা পংকীসহ আটক ৮, আহত ৫ পুলিশ সদস্য

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৩:০৪ অপরাহ্ণসিলেটে হরতালে পিকেটিংকালে জামায়াত-বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
আটকদের মধ্যে তিনজন হলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস।
বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জালালী পংকীকে আটকের বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, রবিবার দুপুরে মহানগরের ভাতালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
এদিকে, সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতাকর্মীদের পিকেটিংয়ে শিকার হয়ে আহত হয়েছেন ৫ জন পুলিশ সদস্য। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
৫ পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপর পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, নগরীর বিভিন্ন স্থানে পিকেটিংকালে জামায়াত ও বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাম পরিচয় এই মুহুর্তে বলা যাচ্ছে না। আহতদের ওসমানী হাসপতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
রাজনীতি/হান্নান