এক মঞ্চে খোশগল্পে আরিফ-আনোয়ারুজ্জামান

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণতারা দুজনই সিলেট সিটি করপোরেশনের মেয়র। একজন নবনির্বাচিত। ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন। ওইদিনই দায়িত্ব ছাড়বেন অপরজন। তার আগে শুক্রবার এক অনুষ্ঠানে দেখা হয়ে গেলো তাদের দুজনের।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে একসাথে দেখা যায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে।
সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মঞ্জে পাশাপাশি বসে দুজন মেতে উঠেন খোশগল্পে। দুজনকেই হাসিমুখে একে অপরের সাথে কথা বলতে দেখা যায় তখন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।
দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
সিলেট/আবির