মানবিক কারণে আরো ২ বন্দিকে মুক্তি দিল হামাস

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১২:২৫ অপরাহ্ণমানবিক কারণে আরো দুই ইসরায়েলের নারী বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার রাতে নিজের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে একথা জানান। খবর বিবিসি ও তাসনিম নিউজের।
তিনি বলেন, আমরা তাদেরকে মানবিক এবং স্বাস্থ্যগত কারণে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আল-কাশেম ব্রিগেড এক বিবৃতিতে আরো জানিয়েছে, মিশরের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে নুরিত ইজহাক ও ইউচভেদ লিফশিৎজ নামে ওই দুই ইসরায়েলি বয়স্কা নারীকে মুক্তি দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, দু’দিন আগে ৭৯ ও ৮৫ বছর বয়সী এই দুই বন্দিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল তেলআবিব। হামাসের সামরিক শাখা বলেছে, ইহুদিবাদী ইসরাইল তার বন্দিদের মুক্ত করে নেয়ার ব্যাপারে আন্তরিক নয়।
আল-কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরো বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দখলদার সেনাদের সঙ্গে করা সমঝোতা অনুযায়ী আমরা তাদেরকে মুক্তি দিয়েছি, যদিও সমঝোতা অন্তত আটবার লঙ্ঘন করেছে ইসরাইল।
মিশরের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর দুই বয়স্কা ইসরায়েলি নারী রাফাহ ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করেন।আন্তর্জাতিক রেডক্রস তাদেরকে হামাসের কাছ থেকে গ্রহণ করে মিশরে নিয়ে যায়।
ওদিকে ইসরায়েলি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত দুই ইসরায়েলি নারীকে হেলিকপ্টারে করে তেলআবিবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ওই দুই নারীর স্বামীরা এখনও হামাসের কাছে বন্দি রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
হামাস প্রকৃতপক্ষে এই দুই নারীকে গত শনিবার মুক্তি দিতে চেয়েছিল। সেদিন আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছিলেন, দখলদার ইসরায়েলি সরকার ওই দুই নারীকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় দুই মার্কিন নারীকে মুক্তি দিয়েছিল হামাস। মুক্তিপ্রাপ্ত দুই নারী ছিল মা ও মেয়ে।
আন্তর্জাতিক/হান্নান