যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। ১৭ই অক্টোবর মঙ্গলবার এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান।সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী দুলাল মিয়া এনামের পরিচালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন আলাউদ্দিন জাহাংগীর।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান,বীরমুক্তিযোদ্ধা রীচি,বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসেন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি সামসুদ্দিন আজাদ,প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী,উপদপ্তর সম্পাদক আব্দুল মালেক,সদস্য জাহাংগীর আলাউদ্দিন,সদস্য নুরুল আফসার সেন্টু,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,যুগ্ন সাধারন সম্পাদক দুলাল বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস ব্যুরো আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,ব্রুকলিন ব্যুরো সভাপতি নুরুল ইসলাম নজরুল,নিউইয়র্ক স্ট্রেট আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,সাধারন সম্পাদক শাহীন আজমল,সহসভাপতি রফিকুল ইসলাম,ওয়াশিংটন স্টেট আওয়ামীলীগের সভাপতি সাদেক,ভার্জেনিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাসেল, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল,স্বেচ্ছাসেবকলীগ নেতা সাখাওয়াত বিশ্বাস,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান,যুবলীগ নেতা মোঃ সিবুল মিয়া,আওয়ামী ফোরাম নেতা হারুনুর রশিদ প্রমূখ।
বর্ধিত সভায় গত ১৬ই অক্টোবর জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ব্যানারে দলের গঠনতন্ত্র বিরুধী সভায় কতিপয় নেতা সহসভাপতি ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উল্লেখ করায় তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ইতিমধ্যেই তাদেরকে কারন দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানান সভাপতি ড.সিদ্দিকুর রহমান।সম্প্রতি দলের উপদেষ্টা ড.মাসুদুল হাসান ফেইসবুক লাইফে জানান দলের হাই কমান্ড থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদের কার্যক্রম স্হগিত করার বিষয়ে ভূয়া তথ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং ভার্জেনিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাসেল সভায় উল্লেখ করেন এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা ড.সজিব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষন করলে ড.জয় জানান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান সভাপতি ড.সিদ্দিকুর রহমান তার স্বপদে বহাল রয়েছেন।





