টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৩:১১ অপরাহ্ণনিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে বোলিংয়ে পাঠান বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
সিরিজের ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছে টাইগাররা। ১৬তম অধিনায়ক হিসেবে অভিষেক হলো শান্ত। এই ম্যাচে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম দলে ফিরেছেন। এছাড়া এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের।
খেলা/হান্নান