আল্লামা সাঈদী মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক : দোয়ারাবাজার উপজেলা জামায়াত
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ণবাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলা জামায়াত আয়োজিত ‘ আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী ছিলেন মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাংগঠনিক থানা এবং ৯ টি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নরসিংপুর ইউনিয়ন জামায়াতসহ উপজেলার সবকয়টি সাংগঠনিক শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নরসিংপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা আমীর ডাঃ হারুন অর-রশীদ বলেন, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশেই দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় জনতার ঢল নেমেছে। এমনকি বিশ্বের শতাধিক দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সরকার শোকাহত জনতার ওপর পুলিশ লেলিয়ে দিয়ে আত্মসচেতন জাতিকে সত্য বিচ্যুত করতে পারেনি। আর কখনো পারবেও না। বরং শাহাদতের পথ ধরেই এদেশে ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে।
এ সময় দেশে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান ডাঃ হারুন অর রশীদ । নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসাইনের পরিচালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিনের সহ সভাপতি রেহান উদ্দিন রায়হান,অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা কর্মপরিষদের সদস্য খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলী,শফিকুল ইসলাম,নরসিংপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন, সাবেক সেক্রেটারি আব্দুল মনাফ, আবিদ রনি,হোসাইন আহমদ,আব্দুল আলিম প্রমুখ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে এই দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় নেতৃবৃন্দ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শহীদ নেতৃবৃন্দের রেখে যাওয়া কাজ তথা দ্বীন প্রতিষ্ঠার কাজ যথযথভাবে আঞ্জাম দেয়ার জন্য সকলরর প্রতি আহবান জানান।
সারাদেশসংবাদ/হা






