আল মদিনা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৮ অপরাহ্ণসুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ‘ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ের অঙ্গীকার’ নিয়ে প্রতিষ্ঠিত আল মদিনা একাডেমির আজ জন্মদিন। ২০০১ সালের ০৬ সেপ্টেম্বর শুভক্ষনে স্বপ্নচারী ও আত্মপ্রত্যয়ী কয়েক যুবক সভার মাধ্যমে একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।
উপজেলার নরসিংপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত আল মদিনা একাডেমি হাঁটি হাঁটি পা পা করে আজ সুনাম ও সু্খ্যাতির শীর্ষে অবস্থান করে নিয়েছে। সর্বপ্রথম ০১.১২.০১ তারিখে ভর্তি কার্যক্রম ও ০১.০১.০২ তারিখে পাঠদান কার্যক্রম শুরু হয়। ০২.০২.০২ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে প্রান্তিক জনপদে যাত্রা শুরু হয় একাডেমির।
‘শুধু ভাল ছাত্র নয়, আদর্শ মানুষ গড়ার প্রত্যয়’ নিয়ে শুরু থেকেই প্রতিষ্ঠানটি সকলের নজর কাড়ে। প্রতিবছর ফলাফল ও সরকারী বৃত্তি প্রাপ্তির দিক থেকে একাডেমি বরাবরই অগ্রগন্য। সর্বশেষ ২০২২ সালের সরকারী বৃত্তি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করে। নীতিমালা অনুযায়ী একাডেমির ৬ জন শিক্ষার্থ এ পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে ৫ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ গ্রেড বৃত্তি লাভ করে।
এই ঈর্ষনীয় ফলাফলের পেছনে অভিভাবকদের পাশাপাশি একাডেমির স্ট্রং ম্যানেজমেন্ট এবং প্রতিশ্রুতিশীল কর্মঠ একঝাঁক টিচার্সদের সমন্বয়ে ‘টীম আল মদিনা’র অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টা অনস্বীকার্য। ‘টীম আল মদিনা’র নিঁখুত পরিকল্পনা, তত্বাবধান ও নিরলস কর্মতৎপরতা একাডেমিকে এ পর্যায়ে নিয়ে এসেছে। পরিচালক রফিকুর রহমান, প্রিন্সিপাল হাসান আলী, ট্রেজারার তোফাজ্জল হোসাইন, সহ:প্রধান শিক্ষক গোলাম সামদানী সুমন, সিনিয়র শিক্ষক জুয়েল আহমদ, নিলুফা বেগম, রোমেনা বেগম, হাফিজা আক্তার কল্পনা, কুলসুমা বেগম, তামান্না আক্তার মনি,আফসারা বেগম তামান্না, সায়মা হক, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান তাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে সুনাম বয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন।
একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ০৬ সেপ্টেম্বর বুধবার সকালে ক্যাম্পাসে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধের এই দিনে প্রচন্ড তাপদাহের মাঝেও শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি সাংবাদিক সোহেল মিয়া উপস্থিত থেকে প্রানবন্ত অনুষ্ঠানের মিডিয়া কাভারেজ করেন।
উপস্থিত সবাই একাডেমির সার্বিক উন্নয়ন এবং উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার ধারাবাহিকতা অক্ষুন রাখতে বলিষ্ঠ প্রত্যয় ব্যক্ত করেন।
সারাদেশসংবাদ/হান্নান






