ছাতকের গোবিন্দনগর মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫২ অপরাহ্ণসুনামগঞ্জের ছাতকে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আল-ফজল ছাত্র সংসদ এর উদ্যোগে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আল-ফজল ছাত্র সংসদ’র ভিপি হাফিজ বিলাল হোসেন’র সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ এর যৌথ-পরিচালনায় মাদ্রাসার হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, মুফতি মাওলানা মঈনুল হক মুমিন, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ।
এসময় বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। আজকের সংবর্ধনার অনুপ্রেরনায় দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
অনুষ্ঠানে ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন হাফিজ আবু সুফিয়ান ত্বোহা, মহসিন আল ফারহান, হাফিজ আব্দুল আজিজ, রাসেল আহমদ এসময় মাদ্রাসার শিক্ষক,ছাত্র সংসদের অন্যান্য দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা/হান্নান






