নিউ ইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশনের আয়োজনে জমজমাট বনভোজন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ২:০৪ অপরাহ্ণঅনুষ্ঠিত হয়ে গেলো সিলেট সদর থানা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন । এস্টোরিয়া পার্কে ২৭ আগস্ট রবিবার জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে বনভোজন -২০২৩। এবারের বনভোজনের স্পট ছিলো প্রাকৃতিক পরিবেশে ঘেরা ও নান্দনিক। বনভোজনের দিনের সুন্দর আবহাওয়া যেনো একাত্মতা ঘোষনা করেছিলো সিলেট সদরবাসীর সাথে । সূর্যের প্রচন্ড তাপদাহে নিউ ইর্য়ক যখন অতিষ্ঠ তখন দিনের শুরুর আবহাওয়া ছিলো মুগ্ধ করার মতো ।
শুধু সদরবাসী নয়, অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা সবাই আয়োজনের প্রশংসা করেছেন, বলেছেন খুবই গোছানো পিকনিক । স্পটটি সুন্দর। সারাদিন সুশৃঙ্খল ভাবে আয়োজন চলেছে।খাবার দাবারের কমতি ছিলো না। রুচিশীল খাবারে ছিলো ভরপুর।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারন সম্পাদক আর.সি টিটো এবং বনভোজন কমিটির আহবায়ক দুলাল মিয়া এনাম,প্রধান সমন্বয়ক সামুন মাহমুদও সদস্য সচিব শরিফুল খালিসদার সহ সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ বনভোজনে আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচছা স্বাগত জানান।
বনভোজন কমিটির আহবায়ক হাজী এনাম ও সাধারন সম্পাদক আর.সি টিটো’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মালেক খান লায়েক। বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের সাধারন সম্পাদক আর.সি টিটো কার্যকরী পরিষদের সকল সদস্যদের মন্চে পরিচয় করিয়া দেন॥কার্যকরি পরিষদের উপস্থিত ছিলেন সহ সভাপতি সহ সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি,শরিফুল খালিসদার ,সহ সম্পাদক সামুন মাহমুদ,কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার,দপ্তর সম্পাদক অপু সিং,সাহিত্যও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহার, ক্রীড়া সম্পাদক রুহুল আবদুল্লাহ রকি,আন্তর্জাতিক সম্পাদক মীর্জা রাজীব আহমদ,মহিলা সম্পাদিকা ফাহমিদা বেগম শাম্মা,সহ সম্পাদিকা ফাতেমা চৌধুরী ,সদস্য মওদুদ পাশা,হারুন রশীদ মামুন ॥
এস্টোরিয়া পার্কে অনষ্ঠিত বনভোজনে প্রবাসে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহন করেন যা ছিল চোখে পড়ার মতন, এস্টোরিয়া পার্কের সবুজ চত্বরে যেন বসেছিল সিলেট সদর বাসীর মিলন মেলা।
সিলেট সদর থানা এসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ সারওয়ার জাহান লাহিন, শাহাব উদ্দিন,মো: মেহবুব ,মামুন আহমেদ প্রয়াত কম্যুনিটি ব্যক্তিত্ব মিশফাক আহমদ মিশুকে মরনোত্তর সম্মাননা স্বারক ক্রেস্ট প্রধানের মাধ্যমে তাকে সম্মানিত করেন॥সম্মাননা স্বারক পড়ে শোনান সংগঠনের সাধারন সম্পাদক আর.সি টিটো এবং স্বারক গ্রহন করেন তোফায়েল চৌধুরী॥
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান, নৃত্য প্রদর্শনী, অতিথিদের মধ্যে উপহার সামগ্রী ( টি-শার্ট,হাতপাখা ,যায়নামাজ ) বিতরন,আকর্ষনীয় রাফ্যাল ড্র,মহিলাদের জন্য মিউজিকাল চেয়ার, ও ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
দুপুরের বাঙালীজ খাবার পরিবেশনের সাথে চলে বনভোজনে আগত অতিথিদের সাথে আড্ডা।
সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব।
সাংস্কৃতিক অনুষ্টানে’র পরে বনভোজনে উপস্থিত অতিথি ও কমিউনিটি’র নেতৃবৃন্দ’কে বক্তব্য ও পরিচয় করিয়ে দেন আহবায়ক হাজী এনাম ও আর.সি .টিটো ।প্রবাসের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালি,সাধারন সম্পাদক মইনুল ইসলাম,সিলেট সদর থানা এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা/ট্রাস্টি /প্রধান নির্বাচন কমিশনার এম. সি. কামাল,সারওয়ার জাহান লাহিন,মোজাফফর আহমেদ মছনু,
সংগঠনের সাবেক সভাপতিমো:মেহবুব,সংবিধান প্রণেতা শাহাব উদ্দিন,সাবেক সভাপতি মামুন আহমেদ, মোঃমহিউদ্দীন,বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম,,মৌলভী বাজার জেলা সমিতির সভাপতি ফজলুর রহমান, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী,সাবেক সভাপতি শেখ আতিক, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী,বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাবেক সভাপতি মন্জুর চৌধুরী ,কমিউনিটি নেতা তোফায়েল চৌধুরী,কাদির বক্ত,
আসিফ চৌধুরী, সাইফুল খান হারুন,শাহনুর কোরেশী,জিলকর হায়দার,ফয়েজ চৌধুরী,আবদুর রউফ,ইফজাল আহমেদ,ওসমানি নগর উপজেলা সমিতির সভাপতি বশির আহমেদ, সাবেক সভাপতি কুলাউড়া সমিতি মুশাহিদ রশিদ,সদরের মুরববীয়ান ডা.হাদী হোসাইন(মনসুর),জাহিদ মোবারক চৌধুরী ,আব্দুর রউফ,ইকবাল আহমদ,শেখ আতিকুল ইসলাম,মামুন খান,রশিদুল ইসলাম,সুজন মিয়া,আব্দুল কাদির ,আব্দুল মোসাব্বীর,সমিরন চৌধুরী,মোঃআবদুল্লাহ,আলি মোঃআরিফ,ফয়জুন নুর,নুরুদদীন,তারিকুজ্জামান,মামুন খান,শেখ আতিকুল ইসলাম,তাবারিজ,ফারুক কবির,কাজি কবির,লুৎফুর রহমান,সাইফুল ইসলাম,রুমা নিপু,ফারুক কবির,তারিকুজ্জামান,জহিরুল ইসলাম, সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ॥
বক্তব্য ও পরিচয় পর্বের পর,বিভিন্ন বয়সের বাচ্চাদের খেলাধুলার পুরস্কার প্রধান করা হয়॥মহিলাদের আকর্ষণীয় মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় বিপুল সংখ্যক মহিলা অংশ গ্রহন করেন এবং তীব্র প্রতিদ্বন্দীতার পর প্রথম হন রামিসা চৌধুরী, দ্বিতীয় মিসেস শিরিন
এবারের রাফ্যাল ড্রতে ৭টি পুরস্কার ছিল।
রাফ্যাল ড্র প্রথম পুরস্কার ৬৫ ইন্চি এলইডি টিভি বিজয়ীর নাম জুবায়ের চৌধূরী শাহীন,২য় পুরস্কার নগদ $৫০০ ডলার বিজয়ী হন মোঃমাহবুব॥
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সকলকে আবারও সিলেট সদর থানা এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি আব্দুল মালেক খান লায়েক বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন।