ব্রঙ্কসে যুক্তরাজ্য প্রবাসী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৭:০৫ পূর্বাহ্ণব্রঙ্কসে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহসভাপতি আবুল কালাম আজাদ ছোটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ১৩ই আগষ্ট রবিবার ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হোটেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহসভাপতি আবুল কালাম আজাদ ছোটনের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দ।
সভার শুরুতে আগত অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন নেতৃবৃন্দ।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মইনুল হক চৌধুরী হেলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহসভাপতি হাসান আলী,যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শ্যামল চন্দ্র চন্দ,সাংগঠনিক সম্পাদক শাহ সেলিম,সাংবাদিক শেখ শফিকুর রহমান,শাহ শ্যামল প্রমূখ।
স্বাগতিক বক্তব্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল বলেন বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের ছড়িয়ে ছুটিয়ে থাকা সকল মানুষকে একত্রিত করে এক ছায়া তলে নিয়ে আসার লক্ষে গঠিত হয়েছে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন।যার মুল লক্ষ হচ্ছে জালালাবাদ তথা সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন করা আমাদের প্রচেস্টা থাকবে প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের যে যেখানে সমস্যায় পড়বে সে সকল মানুষের সাহায্যে সহযোগিতার হাত প্রসারিত করা।এর জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করেছি।ইতিমধ্যে বিভিন্ন দেশে শাখা কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ ছোটন বলেন আপনারা আমাকে যে আতিথেয়তা দেখিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।আমরা সিলেট বিভাগের সকল প্রবাসীদের সহযোগিতায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চাই।সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্ববান জানাচ্ছি।
সবশেষে উপস্তিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।






