সাংবাদিক পার্থ দেবের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ণ যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেনে বসবাসরত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সহসভাপতি প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি সাংবাদিক পার্থ সারথি দেবের পিতা রবীন্দ্র কুমার দেবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।
যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেনে বসবাসরত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সহসভাপতি প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি সাংবাদিক পার্থ সারথি দেবের পিতা রবীন্দ্র কুমার দেবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।
তিনি গত ২৫শে জুলাই বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথী দেবের পিতা রবীন্দ্র কুমার দেব কানাডায় বসবাসকারী টরোন্টোর স্কারবরোর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বর্গীয় রবীন্দ্র কুমার দেবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
তারা হলেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী,সাপ্তাহিক বাংলা ও টাইম টিভির সিইও আবু তাহের,সাংবাদিক শেখ শফিকুর রহমান,লেখক ইশতিয়াক রুপু,লেখিকা সোনিয়া কাদির,সাংবাদিক বিধু ভূষন পাল স্বপন,সাংবাদিক কামরুল আম্বিয়া,শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মামুনুর রশিদ শিপু,সহসভাপতি মোস্তাক এলাহী চেমন,সাধারন সম্পাদক সুফিয়ান চৌধুরী,গীতিকার আশিষ দেবরায় প্রমূখ।






