নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ১১:৪৯ অপরাহ্ণ নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা মরহুমা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা মরহুমা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৬ই জুলাই রবিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান।ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান।অতিথি ছিলেন নিউইয়র্ক স্ট্রেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল,স্বেচ্ছাসেবকলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক লিটন,সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল,সাবেক যুগ্ন সম্পাদক তুরন,যুক্তরাষ্ট্র শ্রমিকলীগসহ সভাপতি আজিজুল হক,সাধারন সম্পাদক জুয়েল আহমদ,বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জেড এ জয়,ছাত্রলীগ নেতা জাহাংগীর,হেলাল মিয়া,রাসেল।
সভার শুরুতে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ডাঃ মাসুদুল হাসান,সহসভাপতি এম উদ্দীন আলমগীর,ব্রুকলিন ব্যরো আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম।দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ব্রঙ্কস ব্যরো আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি বাবুল আহমদ,যুগ্ন সম্পাদক সিবলী সাদিক,দুলাল বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার,সুমন আহমদ,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমূখ।
উল্লেখ্য গত ৩রা জুলাই সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা আলহাজ মমতাজ বেগম চৌধুরী বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন।মরহুমা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরীর অপর ছেলে এডভোকেট আলমগীর চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ইমদাদ চৌধুরীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টারের বাসায় ছুটে গেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি,সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি,হবিগঞ্জ-১ আসনের সাংসদ শাহনেওয়াজ মিলাদ গাজী,হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।






