যমজ সন্তান বুকে জড়িয়ে বহুতল ভবন থেকে লাফ

সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ১৮ মাসের যমজ সন্তান বুকে জড়িয়ে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
ভারতের হায়দরাবাদের বানসিলালপেটে সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
যৌতুকের জন্য স্বামীর চাপ সইতে না পেরে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
জানা গেছে, ২০২০ সালে গণেশের সঙ্গে বিয়ে হয় সৌন্দর্যার। যৌতুক হিসাবে তাকে দুই লাখ টাকা, চার তোলা স্বর্ণ ও এক খণ্ড জমি দেওয়া হয়।
১৮ মাস আগে যমজ সন্তানের জন্ম দেন সৌন্দর্যা। এরপর থেকে আরও যৌতুকের জন্য সৌন্দর্যার ওপর চাপ দিতে থাকেন গণেশ। এ নিয়ে ঝগড়ার জেরে অতিষ্ঠ হয়ে সৌন্দর্যা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেন। সন্তানদেরও নিজের কাছেই রাখেন।
পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, সোমবার সকালে স্বামীর কর্মক্ষেত্রে গিয়েছিলেন সৌন্দর্যা। সেখানে স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়ান। এরপর বাবার বাড়িতে ফিরেই ৯ তলা ভবনের ব্যালকনি থেকে সন্তানদের নিয়ে ঝাঁপ দেন তিনি। নিচে পড়ে তিনজনেরই মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকেই স্বামী গণেশ গা ঢাকা দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।