পরগনাহী দৌলতপুর (সিঃ) মাদ্রাসার আজীবনদাতা সদস্য মাহতাব আহমদ সম্মাননা স্মারক প্রদান
বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ১২:০৪ অপরাহ্ণশিক্ষা ঐক্য শান্তি এই শ্লোগান নিয়ে কাজ করা বিশ্বের ভিন্নদেশে অবস্থানরত দৌলতপুর গ্রামের বংশভূত প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা সমাজ উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার সাবেক সভাপতি ক্যলফোনিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার আজীবনদাতা সদস্য, সমাজ সেবক দৌলতপুর গ্রামের কৃতি সন্তান মাহতাব আহমেদ সাহেব সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে আগমন উপলক্ষে,দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে মোঃ সামছুদ্দোহা মঞ্জুর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ও দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির অর্থ সম্পাদক জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল কুদ্দুস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমুল হক টুনু।
তিনি তাঁহার বক্তব্যে বলছেন বিগত কোভিড-১৯ এর পরে ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের কে নিয়ে এভাবে সরাসরি অনুষ্ঠান করতে পারি নাই এজন্য দুঃখ প্রকাশ করছি, আজকে যে সরাসরি অনুষ্ঠান করতে পেরেছি এজন্য মহান প্রভূর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি তিনি আরো বলেছেন ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত সামাজিক ও মানবিক উন্নয়ণে কাজ করে আসছে, বিশ্বের ভিন্ন দেশে অবস্থানরত দৌলতপুরের প্রবাসীদের কে একতাবদ্ধ ভাবে বসবাসের প্রতি উৎসাহিত করে আসছে, আসলে এই ওয়েলফেয়ার যদি না থাকতো তাহলে দৌলতপুরের গ্রামের মানুষ ও প্রবসীদের মধ্যে এই যুগসূত্রে বন্ধন থাকতো না, প্রবাসীদের সাথে ম্যান টু ম্যান যোগাযোগ করা হতো এ ভাবে সংঘবদ্ধ ভাবে থাকায় সকলের সাথে সহজে দেখা করা যায় । আসুন আমরা ওয়েলফেয়ার সোসাইটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।
সংবর্ধিত অতিথি মাহতাব আহমদ,তিনি বলেন প্রথমে গ্রামের প্রবীণ মুরব্বিদের কে শ্রদ্ধার সহিত স্বরণ করি, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের পরকালীন জীবনের শান্তি চাই, আর যারা এখনো জীবিত আছেন তাদের দীর্ঘায়ূ কামনা করি, আমরা সবাই দৌলতপুরের সন্তান আমাদের নৈতিক দায়িত্ব হলো গ্রামের সামাজিক মানবিক উন্নয়ন নিয়ে করা, যদিও আমরা পৃথিবীর ভিন্নদেশে অবস্থান করি কিন্তু আমাদের মূল হলো দৌলতপুর। আমরা এক যুগসূত্রে গাতা আমরা হলাম দৌলতপুরী। আমাদের জন্ম হলো দৌলতপুর আমাদের শৈশব জীবন কেঠেছে দৌলতপুর গ্রামে আমরা সবাই নারীর টানে মাতৃভূমি কে ভালোবাসি।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বড়লেখা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মোঃ সোহরাব হোসেন, মোঃ আব্দুল গফুর মফিক,মোঃ মজির উদ্দিন (মনু)।
অনুষ্ঠান শেষে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের উপস্থিতিতে মাহতাব আহমদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিকডে/হান্নান






