যেসব কারণে ইউনুসের জয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণঘনিয়ে এসেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন,ভোটাররাও কাকে ভোট দিবেন সেই হিসেব মিলিয়ে নিয়েছেন প্রায়,এখন শুধু অপেক্ষা ভোট দেয়ার।
ভোটের হিসেব নিকেশের খোজ নিতে সিলেটের কন্ঠ টিম দুদিন কাজ করেছে সিসিকের নবগঠিত ৩১ নাম্বার ওয়ার্ডে। জানার চেস্টা করেছে নির্বাচনী হালচাল।ওয়ার্ড ঘুরে,সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়,এই ওয়ার্ডে ৭ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে ভোটের মাঠে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন (ঘুড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা ইউনুস আহমদ।
যেসব কারণে মাঠ জরিপে এগিয়ে রয়েছেন ইউনুস,সেসব বিষয় সাধারণ জনগণের কাছ থেকে তুলে এনেছে সিলেটের কন্ঠ টিম।
প্রথমত সাধারণ জনগণের মতে ইউনুসের মধ্যে রয়েছে এমনই এক গুণ,যে গুণ খুব সহজেই আকৃষ্ট করতে পারে সাধারণ মানুষকে। কি এমন গুণ রয়েছে জানতে চাইলে কয়েকজন জানান, ইউনুসের সবচেয়ে বড় গুণ তিনি সাধারণ মানুষকে খুব সহজে আপন করতে পারেন। যেকোন মানুষ খুব সহজেই ইউনুসের কাছে ভিড়তে পারেন। সুখ-দুঃখের কথা বলতে পারেন।
ইউনুসের চলাফেরার মধ্যে নেই কোন আভিজাত্যের ছাপ,সব সময় সাধারণ বেশ পোশাকে চলাফেরা করা বড় একটি কারণ। জানা যায় ওয়ার্ডের নারী ভোটারদের বড় একটা অংশের ভোট যাচ্ছে ইউনুসের বাক্সে। এর কারণ হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করাকেই ইঙ্গিত দিচ্ছেন সাধারণ জনগণ।
মুরাদপুর,নাথপাড়া,পিরেরচক,মুক্তিরচক ও সোনাপুর এলাকায় কয়েকজন নারী পুরুষের সাথে কথা বলে জানা যায়,এর আগে ইউনিয়ন নির্বাচনে ইউনুস পরাজিত হয়েও জনবিচ্ছিন্ন হননি, বরং মানুষের সুখে-দুঃখে আরও বেশি তাকে পাওয়া গিয়েছে বলেও জানান তারা।
গেলো বছরের বন্যাকে অনেকেই ইউনুসের ট্রাম কার্ড হিসেবে দেখছেন। গত বছর দুই দুইবারের ভয়াবহ বন্যার সময় অনেকেই নিজে বাচার চেস্টায় ছিলেন,তখন ইউনুস নিজের চিন্তা ফেলে জনগণের পাশে দাড়িয়েছিলেন,সামর্থ অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এই একটা কারণেই ইউনুসের জয়ের পথ আরও সুগম করে দিবে বলে মনে করেন সাধারণ ভোটাররা।
বিচার সালিশেও তার যোগ্যতার প্রমান পেয়েছে সাধারণ জনগণ, তার এগিয়ে থাকার এটিই একটি বড় কারণ। ওয়ার্ডের বেশ কয়েজন যুবকের সাথে কথা বলে জানা যায়,বিচার সালিশে ইউনুসের কথাবার্তায় রয়েছে দারুণ দক্ষতা, খুব সহজেই যেকোন কঠিন সমস্যা সমাধানের পথ খুজে বের করতে পারেন ইউনুস। এর থেকেও যে বিষয়টি বড় করে দেখছেন তার ভোটাররা সেটি হলো, বিচার তিনি দীর্ঘস্থায়ী করতে চান না,তাদের দাবি বর্তমান সমাজে কিছু সালিশ ব্যক্তিত্ব ইচ্ছে করেই বিচার কাজ দীর্ঘস্থায়ী করেন,যার কারণে বিচার প্রার্থীগণ ভোগান্তির শিকার হোন। তবে এই বিষয়ে ইউনুস কিছুটা ভিন্ন,ইউনুস সবসময় চেস্টা করেন দ্রুত বিচারকার্য শেষ করতে। এই কাজের জন্যও ইউনুস পছন্দের শীর্ষে রয়েছেন বলে জানান অনেকে।
সৈ.সিলেটের কন্ঠ/ঘ.





