সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ড.সামছুল হক চৌধুরীর বিরামহীন গনসংযোগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রতিদিনের ন্যায় আজ সিলেট নগরীর ২,১৩ ১৪,নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. সামছুল হক চৌধুরী।
সন্ধ্যা ৭ টায় তিনি এসব স্থানে গনসংযোগ করে ভোটারদের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।
এসময় ড.সামছুল হকের সাথে ছিলেন বিভিন্ন নেতাকর্মী।
জনসংযোগ কালে তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের সকল স্থানের উন্নয়ন হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, দেশের এতো সব উন্নয়ন হয়েছে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য। দেশের জনগন এখন শান্তিতে আছে। তিনি বলেন, উন্নয়নের জন্য দেশের সকল নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণকে বলতে হবে নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, মানুষ সুখে-শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে।
রাস্তাঘাটের জনসাধারন কে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।




