কামরান ও রুম্মানের নেতৃত্বে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রচার মিছিল ও পথসভা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে সান্ডারল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ কামরান হোসেন ও মিশিগান যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের নেতৃত্বে
নগরীর মদিনা মার্কেট এলাকায় এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেল ৩ টায় নগরীর কালিবাড়ি পয়েন্ট থেকে একটি প্রচার মিছিল মদিনা মার্কেট এলাকা প্রদক্ষিণ করে কালিবাড়ি পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা সৈয়দ গুলজার আহমদ।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ আলম ও ছাত্রলীগ নেতা মিটু আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী, সদস্য কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান কুমার সাহা।
এছাড়াও যুবলীগ নেতা মকবুল আহমদ, সাহেদ আহমদ, আংশু, মিঠুন, আমিরুল খান, মনুজ, সুমন, সোহেল, বাবলু, সমুজ, পারভেজ, বাবর, জাবেদ, জাহাঙ্গীরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




