সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ইন্সটিটিউট এসোসিয়েশন সেলটা’র বার্ষিক সাধারণ সভায় কমিটি পূর্ণগঠন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ![]()
সিলেট ইংরেজি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান গুলোর সম্মিলিত সংগঠন সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং ইন্সটিটিউটস এসোসিয়েশন সংক্ষেপে সেল্টা। কভিড-১৯ করোনা মহামারীর কঠিন সময়ে সংঘবদ্ধভাবে গঠিত এই এসোসিয়েশন আজ হাটি হাটি পা পা করে তৃতীয় বছরে পদার্পণ করে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা।
এই সাধারণ সভায় নতুন কমিটির গঠন সম্পন্ন হয়েছে, যা সকল সাধারণ সদস্যদের সম্পূর্ণ সমর্থন পেয়েছে।নবগঠিত কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এডভোকেট খালেদ চৌধুরী (প্রেসিডেন্ট )
মঈন উদ্দিন (ভাইস প্রেসিডেন্ট)
শওকত এমরান (ভাইস প্রেসিডেন্ট)
- সুলতান আহমেদ (জেনারেল সেক্রেটারি)
- নূর মোহাম্মদ (জয়েন্ট সেক্রেটারি)
বিলাল আহমেদ (জয়েন্ট সেক্রেটারি) - রায়হান হোসাইন খান (ট্রেজারার)
- হাসান পারভেজ (অর্গানাইজিং সেক্রেটারি)
- আমিনুল ইসলাম (অফিস সেক্রেটারি)
- কামরুল হক জুয়েল আহমেদ (কালচারাল সেক্রেটারি)
- সৈয়দ সুজন (মিডিয়া এন্ড পাব্লিসিটি সেক্রেটারি)
স্বপ্নীল আরাবী (এসিস্ট্যান্ট পাব্লিসিটি সেক্রেটারি) - হাসান আহমেদ খান (আইসিটি সেক্রেটারি)
- নাজমুল হোসাইন নাবিল (স্পোর্টস সেক্রেটারি)
- ইসলাম ঊদ্দিন রুবেল (হসপিটালিটি সেক্রেটারি)
এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন জাহিদ হাসান তালুকদার, শাহ মোঃ আলী হায়দার বিপ্লব, মোঃ হিরা মিয়া, জামিল আহমেদ।
এবং এই কমিটির উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আছেন জনাব ফেরদৌস আলম, জনাব জাকির আলী, জনাব মোঃ আতিকুর রেজা চৌধুরী, জনাব মাহবুব লস্কর, জনাব সুজন আহমেদ প্রমুখ।
সভার শুরুতেই সকল সদস্যদের সংক্ষিপ্ত মত বিনিময় দিয়ে কিভাবে সামনে অগ্রসর ও উত্তরোত্তর সাফল্য অর্জন করা যায় এইসব বিষয়ে আলোচনা সহ বিগত দিনের কার্যক্রমের বর্ণনা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা ছিলো এই সাধারণ সভার আয়োজনের বিষয়বস্তু।
সিলেট/আবির





