সিসিক নির্বাচনে নৌকার পক্ষে ড.সামছুল হক চৌধুরীর জনসংযোগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৯:২১ অপরাহ্ণ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে জনসংযোগ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি।
গতকাল দেশে এসে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় আজ জনসংযোগ করেন।
এ সময় তিনি রাস্তাঘাটে বিভিন্ন শপিং সেন্টারের জনসাধারন কে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
ড.সামছুল হক চৌধুরীর বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান আওয়ামী লীগ বেশী শক্তিশালী। বর্তমান সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তা দেখে আপনারা ভোট দিবেন। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
সিলেট আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান,দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, ভাসই চেয়ারম্যান মোহন চৌধুরী, জগদল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, যুবলীগ নেতা আবদুস চোবাহান, জেলা পরিষদ সদস্য্য রায়হান মিয়া,জাকির মিয়া প্রমুখ।
এর আগে ড.সামছুল হক চৌধুরী সিলেটে অবস্থানরত
সুনামগন্জের সর্বস্তরের জনগনের আয়োজনে নির্বাচনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





