সিসিক নির্বাচন বর্জন করলেন হাতপাখার মেয়রপ্রার্থী মাহমুদুল

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণসিলেট সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। সোমবার (১৩ জুন) রাত ৮টায় মহানগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় প্রধান নির্বাচনি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
হাতপাখা প্রতীকের এই প্রার্থী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আমাদের কোনও আস্থা নেই। বরিশালে আমাদের দলের মেয়র প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। দলের সিদ্ধান্ত অনুসারে আমরা নির্বাচন বয়কট করলাম। সেই সঙ্গে সরকার পতনের আন্দোলন সিলেট থেকে জোরদার করা হবে।’
এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি।
সিলেটসংবাদ/হান্নান