ফুরফুরে আওয়ামী লীগ,এগিয়ে থাকা লাঙ্গল, ভাইরাল ভিডিওতে তছনছ

এম এ হান্নান
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণসিলেট সিটি করর্পোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান। কারণ, ভোটযুদ্ধে এখনো তার সামনে কোনো হেভিওয়েট প্রার্থী নেই।
তবে ইভিএমে ভোট কতোটা সুষ্ঠু হবে- তা নিয়ে খানিকটা শঙ্কিত হাতপাখা প্রতীত ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী। বিশ্লেষকরা বলছেন,শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোট সুষ্ঠু হবার সম্ভাবনা বেশি।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে চলছে নানামুখি আলোচনা সমালোচনা। বিএনপিহীন এ সিটি নির্বাচনে আগেভাগেই জয়ের সুবাস পাচ্ছেন আনোয়ারুজ্জামান।
এবারই প্রথম দলীয় মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তবে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে শঙ্কিত তিনি।
কৌশলগত কারণে হলেও এবার সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলছেন, বিশ্লেষকরা।
আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ। এবার মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্ভাবনা নেই।সাধারণ ভোটারদেরও আগ্রহ কম। তবুও থেমে নেই প্রচারণা। তীব্র গরমের মধ্যে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
বিএনপি বিহীন লাঙ্গল নিয়ে স্বপ্ন দেখছিলেন অন্য দলের সমর্থকরা। তবে লাঙ্গল প্রতীকের এক অপ্রতিকর ভিডিওতে স্বপ্ন তছনছ কওে দিলো জনগণ কে। ফলে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় অনেকটা এগিয়ে গেল। সুনিশ্চিত জেনেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করে এগোচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান বলেন, এলাকার মানুষ আওয়ামী লীগ দেখছে, বিএনপিকে দেখেছে। এখন মানুষ চায় ইসলামী শাসন, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম বাবুলের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে।
সোমবার (১২জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩১ সেকেন্ডর ভিডিওটি পোস্ট করে সমালোচনা করছেন।কেউ কেউ আবার এনিয়ে ধিক্কার জানিয়েছেন।
৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ডাইনিং টেবিলের চেয়ার বসে নাস্তা করছেন নজরুল ইসলাম বাবুল।এসময় ক্যামেরার পেছন থেকে এক নারী মুন্নি নাম উচ্চারণ করে শারীরিক সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে বাবুল বলেন, আরে বাবা আমি কতকিছু করছি। ওই নারী ফের বাবুলকে প্রশ্ন করেন তুমি মুন্নিকে করছো? আমি কত কিছু করছি বলে ক্ষেপে যান বাবুল।তখন চেয়ার থেকে উঠে ওই নারীর ক্যামেরা ঝাপটে ধরেন এবং অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন।
একপর্যায়ে ওই নারী খবরদার বলে বাবুলকে ধমক দেন এবং বাবুলও তার সেই কথার উত্তরে বলেন তুই ভিডিও করছ কিতা।লাথ মারিয়া পেট পাটাইলিমু….বলে গালাগালি করেন এবং ক্যামেরার পেছনে থাকা নারীর বার বার এক প্রশ্ন তুমি মুন্নিকে করছো??
এমন ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনীতি অঙ্গনের মানুষসহ বিভিন্ন শ্রেনীর লোকজন নজরুল ইসলাম বাবুলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে সিসিকের এক কাউন্সিলর প্রার্থীকে রাজধানীতে ঢেকেছে ইসি । সোমবার (১২ জুন) ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সিলেটসংবাদ/হান্নান