এমসি ধ্রুবক ক্লাবের কমিটি ঘোষণা: নেতৃত্বে বাঁধন, অনিকা

সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ‘স্বপ্ন দেখি নতুন সম্ভাবনার’ এই স্লোগানে অনুপ্রাণিত ধ্রুবক ক্লাব গণতান্ত্রিক ধারায় নতুন কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। নব ঘোষিত দ্বাদশ কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাঁধন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিকা হক মায়িশা।
আজ ১১তারিখ রোজ রবিবার বেলা ২.০০ঘটিকার সময় মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ৩০সদস্যের এই কমিটি ঘোষণা করেন।
এতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি সুরাইয়া হক এনি, জান্নাতুল ফেরদৌস মাহি, সাগর সেন গুপ্ত, অমিত ভট্টাচার্য্য; সহ সাধারণ সম্পাদক প্রান্ত ধর, পুলিন আহমদ, অমিত পণ্ডিত, অপূর্ব কুর্মি অপু; সাংগঠনিক সম্পাদক অনিক চন্দ্র সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নুসাইত জিহান, রাহুল তালুকদার, শ্রীজন পাঠক, রকি সরকার; অর্থ সম্পাদক সানজিদা রহমান রিয়া, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান তারেক, সুবির দাস, সায়েদ হোসেন মায়েন, নেহার সিংহ, প্রচার সম্পাদক মুরছালিন রহমান খান, সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, খায়রুল ইসলাম রিফাত, কপিল দেব দাস, সামি আল ইসলাম; ছাত্রী বিষয়ক সম্পাদক হৃদি চৌধুরী তুলতুল, তানজিমা আফরোজ জেবা, স্বর্ণা আচার্য্য, নুসরাত জাহান মৌসুমি, জোহা তাসনিয়া।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল মান্যবর শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী নতুন কার্যকরী কমিটিকে ক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি আরোও নতুনত্ব নিয়ে কাজ করার আহবান জানান।
সিলেট/আবির