দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি,নিঃস্ব তিন পরিবার
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৩:৩২ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান ঘর। এতে নিঃস্ব হয়েগেছে ৩ টি পরিবার।
শনিবার (১০ জুন) রাত ১০ টা ৪৫ ঘটিকায় উপজেলার সদরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩ টি দোকানঘর ও দোকানে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকান হাছান হার্ডওয়্যারের মালিক আসকর মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ লক্ষাধিক টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের মধ্যগলির ব্যবসায়ী আসকর মিয়ার দোকান থেকে প্রথম অগ্নিকান্ড শুরু হয়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং নিমিষেই আগুনের শিখা দেখে বাজারে থাকা লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায়,
উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আজিজুর রহমান ছেলে আসকর মিয়া(৫০),দোয়ারাবাজার সদরের
মুরাদপুর গ্রামের মৃত আব্দুল ওহাব’র ছেলে শহিদ মিয়া (৫০),মৃত অধির রায়’র ছেলে মড়ল রায়(৫৫) ৩ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডের বিষয় সম্পর্কে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর বলেন, আগুন লাগার ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা জানতে পারি ৩টি দোকান ঘর আগুনে পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের উৎস এখনো জানা যায়নি।
সারাদেশসংবাদ/হান্নান






