শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত: ঃ থানায় মামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় দিলোয়ার হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের রনসী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দিলোয়ার বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রনসী গ্রামে একটি পঞ্চায়েতি বৈঠক বসে। বৈঠকে আসামি জহির উদ্দিনের কাছে ক্যাশের টাকা চাইলে সে দিতে পারবে না বলে অস্বীকৃতি জানায়। দিলোয়ার হোসেনও পঞ্চায়েতের হয়ে এই টাকা চাইলে জহির উদ্দিন ও তার ভাই ভাতিজা ঘটনা স্থলেই হুমকি দেয়। শুক্রবার দুপুরে দিলোয়ারের বাড়িতে এসে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে আঘাত করে। এ সময় আসামি রাজ উদ্দিন লাটি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে দিলোয়ার। এ সময় দিলোয়ারের ভাতিজা সাহেদও আহত হয়।
এলাকাবাসী জানান, পঞ্চায়েতি ক্যাশিয়ার ছিলেন জহির উদ্দিনের বাবা। বাবা মারা যাওয়ার পরও দু একজন সুবিধাভোগীর যোগসাজশে টাকা আত্মসাতের পায়তারা করে যাচ্ছে। কেউ মুখ খুললে তাকে নানা ভাবে হয়রানী করা হয়।
এস আই সুব্রত বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





